রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের উদ্যেগে বাসুদেব অনাথ আশ্রমে পূজার উপহার বিতরন

রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের উদ্যেগে বাসুদেব অনাথ আশ্রমে পূজার উপহার বিতরন

রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘ'র উদ্যেগে গত ২৩ অক্টোবর হাটহাজারিস্থ নেহালপুর বাসুদেব অনাথ আশ্রমের অনাথ শিশুদের মাঝে শারদ উপহার বিতরন করা হয় ৷সকল অনাথ শিশুদের মাঝে একটি পাঞ্জাবী ,ধুতি এবং উত্তরীয় দেয়া হয় ৷

পূজার উপহার পেয়ে আনন্দে নেচে উঠে অনাথ ভাইদের মন৷ উপহার সামগ্রী বিতরন করার সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়৷

রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতিষ্টাতা ,বিশিষ্ট গীতা ও চন্ডী পাঠক শ্রী টিটু কুমার দত্ত মহোদয়ের সভাপতিত্বে এবং শ্রীকান্ত চৌধুরীর সঞ্চালনায় আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা শ্রী আশিষ কান্তি মুহুরী, শ্রীমতি জয়া বল তপু, শ্রী সুমন দত্ত, শ্রী সমর সিকদার, শ্রী ধনঞ্জয় দে, মাষ্টার সুজন ঘোষ, শ্রী চন্দন আইচ, শ্রী সম্রাট দত্ত, শ্রী রাজু চক্রবর্তী, শ্রীমতি শিল্পী রানী দে, শ্রীমতি রুবি দে, শ্রীমতি সোমা দাশ, শ্রী সাধন দে, শ্রী অসীম দে, শ্রীমানি তুলিকা দে তুলি প্রমুখ৷

সংগঠনের প্রতিষ্টাতা শ্রী টিটু কুমার দত্ত করোনা কালীল সময় থেকে এই পর্যন্ত কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যাদের আর্থিক অবদান, শারিরিক, মানসিক শ্রম প্রতিনিয়ত দিয়েছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ভবিষ্যতে সংগঠনের আরো মানবতার কাজে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ৷

আরও পড়ুন

×