প্রকাশিত: 24/10/2020
জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণ প্রচেষ্টার মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে শৈলকুপার হরিহরা গ্রামবাসি। এ ঘটনায় শত শত নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন।
গতকাল বিকালে হরিহরা গ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানবন্ধনে অংশ নেয়া ছালেহা খাতুন, আন্না বেগম, মামুদ আলী ও আব্দুল মামুনসহ কয়েকজন জানান, ৪ বছরের শিশুকে ধর্ষন প্রচেষ্টার মামলা করা হয়েছে তারই মামাতো ভাই নয়ন মন্ডলের বিরুদ্ধে।
বাড়ির জমা-জমি নিয়ে বিরোধ থাকায় বিবাহিত নয়নকে ফাঁসাতে এই মামলা বলে গ্রামবাসি মনে করেন। জানা গেছে গত ১০ অক্টোবর হরিহরা গ্রামের কয়েম মন্ডলের স্ত্রী বেলী খাতুন অভিযোগ করেন, তার চার বছরের শিশু কে ধর্ষণের চেষ্টা করা হয়। পুলিশ নয়ন মন্ডলকে গ্রেফতার করেছে।
অভিযোগ অস্বীকার করে নয়নের পিতা রাশেদ মন্ডল জানান, আত্মীয় হওয়ায় শিশুটি সব সময় কোলেপিঠে করে তারা আদরযতকরে মানুষ করেছেন। কিন্তু বাড়ির জমাজমি নিয়ে দীর্ঘ দিন বিরোধ থাকায় এমন মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় শিশুটির মা বেলী খাতুন থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ প্রচেষ্টার মামলা করেছেন। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম শনিবার জানিয়েছেন শিশু ধর্ষণ প্রচেষ্টার অভিযোগের প্রেক্ষিতে মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত নয়ন মন্ডলকে গ্রেফতার করা হয়েছে।