প্রকাশিত: 26/10/2020
ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জঙ্গি সংগঠন আল-কায়েদা এবং দায়েশের সঙ্গে সম্মিলিতভাবে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট। এ কাজে আরব জোট তাদের সহযোগিতা করছে।
শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদকে লেখা আলাদা দুটি চিঠিতে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা বলেছে।
দেশটির পক্ষ থেকে আরও বলা হয়, ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদীর অনুগত গেরিলারাও আল কায়েদা এবং দায়েশের সহযোগিতায় কাজ করছে।
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় বাইদা প্রদেশে যখন আল-কায়েদা এবং দায়েশের বিরুদ্ধে চূড়ান্ত নির্মূল অভিযান চালাচ্ছে ইয়েমেনে হুথি সমর্থিত সেনারা তখন জাতিসংঘকে এই চিঠি দেয়া হয়।
চিঠিতে বলা হয়েছে বাইদা প্রদেশে অভিযানের সময় হুথিদের হাতে যেসব সন্ত্রাসী মারা গেছে তাদের বেশিরভাগই সৌদি নাগরিক। এর মধ্যে বেশ কয়েকজন সন্ত্রাসী কমান্ডার রয়েছে। পার্সটুডে।