প্রকাশিত: 27/10/2020
মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) এর চিত্র প্রদর্শনের মাধ্যমে উগ্রবাদকে উস্কে দিচ্ছে ফ্রান্স। সোমবার (২৬ অক্টোবর) এমনই অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।
তিনি বলেন, ‘বিশ্বব্যাপী মুসলমানরা ধর্মীয় বিদ্বেষ ও ঘৃণার প্রথম শিকার। মুসলমানদের যারা শাসন ও শোষণ করছে তাদের দ্বারা এবং কিছু কিছু ক্ষেত্রে নিজেরাই নিজেদের ক্ষতি করছে।’
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘একটি ঘৃণিত অপরাধের পর বাকস্বাধীনতার নামে ১.৯ বিলিয়ন মুসলমান, তাদের ধর্মীয় বিশ্বাসকে অপমান করা সুযোগ সন্ধানীদের কাজ। এটা কেবল উগ্রবাদকে উস্কে দিবে।’
সূত্র: আল জাজিরা।