যুবক ও বয়স্কদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে অক্সফোর্ডের ভ্যাকসিন

প্রকাশিত: 27/10/2020

অনলাইন ডেস্ক:

যুবক ও বয়স্কদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে অক্সফোর্ডের ভ্যাকসিন

যুবক ও বয়স্কদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পেরেছে অক্সফোর্ড ও ফার্মাসিউটিক্যাল জায়ান্ট আস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিন। সোমবার এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা এমনটি জানিয়েছে।
 
বিবৃতিতে আস্ট্রাজেনেকার পক্ষ থেকে বলা হয়, ইতিহাস তৈরি করবে তাদের তৈরি ভ্যাকসিন। কারণ এই ভ্যাকসিনে বেশ ভালো সাড়া মিলছে। যুবক ও বয়স্ক দুই ক্ষেত্রেই তৈরি হয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা।

এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে বর্তমানে। জানা গেছে, নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতেই এই ট্রায়ালের ফল মিলবে। প্রকাশ্যে আসবে তৃতীয় দফার ট্রায়ালের বিস্তারিত তথ্য।

আরও পড়ুন

×