‘সকলেই যেন খোদার রহমত পাওয়ার সুযোগ পাই’

প্রকাশিত: 24/11/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

‘সকলেই যেন খোদার রহমত পাওয়ার সুযোগ পাই’

সারা জীবন আমি আল্লাহর করুণা পেয়েছি। বিপদ এসেছে আবার বিপদ চলেও গেছে। এবারও আমার বিশ্বাস ছিল অল্পতেই আমার করোনা ভাল হয়ে যাবে। আপনাদের সকলের দোয়া আল্লাহপাক তাই করেছেন।

গত ৪ দিন ধরে আমার জ্বর বা মাথাব্যথা নেই। স্বাদ এবং গন্ধ দুটোই আগের মতো পাচ্ছি। আমি আশা করছি, করোনা দু-তিন দিনের মধ্যে নেগেটিভ হয়ে যাবে।

আপনাদের সকলের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। মহান আল্লাহপাক আমাদের সকলকে ভালো করুন। তার রহমত যেন আমরা সকলেই অর্জন করতে পারি।


লেখক: অধ্যাপক, ঢাবি

আরও পড়ুন

×