প্রকাশিত: 24/11/2020
সারা জীবন আমি আল্লাহর করুণা পেয়েছি। বিপদ এসেছে আবার বিপদ চলেও গেছে। এবারও আমার বিশ্বাস ছিল অল্পতেই আমার করোনা ভাল হয়ে যাবে। আপনাদের সকলের দোয়া আল্লাহপাক তাই করেছেন।
গত ৪ দিন ধরে আমার জ্বর বা মাথাব্যথা নেই। স্বাদ এবং গন্ধ দুটোই আগের মতো পাচ্ছি। আমি আশা করছি, করোনা দু-তিন দিনের মধ্যে নেগেটিভ হয়ে যাবে।
আপনাদের সকলের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। মহান আল্লাহপাক আমাদের সকলকে ভালো করুন। তার রহমত যেন আমরা সকলেই অর্জন করতে পারি।
লেখক: অধ্যাপক, ঢাবি