প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী আগে ভ্যাকসিন নিলে কোনও ভ্রান্ত ধারণা থাকত না: বি চৌধুরী

প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী আগে ভ্যাকসিন নিলে কোনও ভ্রান্ত ধারণা থাকত না: বি চৌধুরী

করোনা ভ্যাকসিন অনীহা সংক্রান্ত মানুষের সংখ্যা নেহায়েত কম বলে উল্লেখ করেন ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি মিডিয়াকে সাক্ষাৎকারে সবাইকে এই টিকা নেয়ার  আহ্বান জানিয়েছেন। 

তবে বিশ্বের অন্যান্য দেশের মতো প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী যদি সবার আগে এই ভ্যাকসিন নিতেন, তবে এই ভ্যাকসিন নিয়ে জনগণের মধ্যে কোনও ভ্রান্ত ধারণা থাকতো না বলে তিনি উল্লেখ করেন।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। ফ্রন্টলাইনারদের প্রথম ধাপে টিকা দেওয়া হয়েছে সরকারের এই সিদ্ধান্তকে বিশিষ্ট চিকিৎসক ও প্রাক্তন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী প্রশংসা করেন। তিনি মনে করেন এটি সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, করোনার ভ্যাকসিনের গুণমান নিয়ে মানুষের মধ্যে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তা যদি প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী সবার আগে গ্রহণ করতেন তবে সহজেই তা দূর করা যেত।
 

আরও পড়ুন

×