প্রকাশিত: 28/11/2020
দেশে করোনা মহামারির মধ্যেই ডেঙ্গু আতষ্ক বাড়তে শুরু করেছে। গতকাল শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে আতষ্ক হয়ে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম সূত্রে এ তথ্য জানা গেছে।
কন্ট্রোলরুল সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পর্যন্ত ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভার্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১১ জন এবং ঢাকার বাইরে ৭ জন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্যমতে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৮২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীণ রয়েছেন।
জানােগেছে, এ বছরের ১লা জানুয়ারি থেকে গতকাল ২৭শে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৫ জন।