প্রকাশিত: 30/11/2020
উত্তর কোরিয়ার হ্যাকাররা ব্রিটিশ ওষুধ সংস্থা আস্ট্রাজেনেকায় সাইবার আক্রমণ চালিয়েছে। এই ভাইরাস অতিমাত্রা কার্যকর প্রমাণিত হওয়ার পরই এই সাইবার আক্রমণ করা হল। খবর সিএনএন
ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল সংস্থা অক্সফোর্ডের নামী-দামী বিজ্ঞানীদের সহায়তায় করোনভাইরাস ভ্যাকসিনটি আবিষ্কার করে।
নেটওয়ার্কিং সাইট লিংকডইন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে হ্যাকাররা প্রথমে অ্যাস্ট্রাজেনেকা কর্মীদের সাথে জাল কাজের অফার নিয়ে যোগাযোগ করে। এরপর, চাকরির কাগজপত্র প্রেরণের নামে ক্ষতিকারক কোডগুলি সেই কর্মীদের কাছে গোপনে প্রেরণ করা হয়।
কম্পিউটারে কাগজটি ডাউনলোড হয়ে গেলে কম্পিউটারের নিয়ন্ত্রণ হ্যাকারের কাছে চলে যায়। যাদের মাধ্যমে ডেটা হাতানোর করার চেষ্টা করা হয়েছে তারা কোভিড -১৯ গবেষণার সাথে যুক্ত বলে ধারণা করা হয়। সংশ্লিষ্টরা অবশ্য দাবি করছেন, হ্যাকাররা প্রয়োজনীয় তথ্য পুরোপুরি পেতে সফল হয়নি।
তবে জেনেভায় উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বা দেশটির মিডিয়া, এমনকি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রস্তুতকারীরাও এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। উত্তর কোরিয়া অতীতেও সাইবার-হামলার অভিযোগ অস্বীকার করেছে।