প্রকাশিত: 22/11/2020
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশিদ আলম বলেছেন, ‘আশা করি, আমি আগামী সপ্তাহে করোনার অ্যান্টিজেন পরীক্ষা চালু করতে সক্ষম হব। যদিও সরকার দুই মাস আগে অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দিয়েছে, তবুও ক্রয়-প্রক্রিয়াগত সমস্যায় এটি এতদিন সম্ভব হয়নি।
শনিবার ম্যালেরিয়া সম্পর্কিত এক গোলটেবিল আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, "দেশের করোনায় মারা যাওয়ায় বেশিরভাগ মানুষ ইতো মধ্যে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।" আমরা গত সপ্তাহে ৩৯ জন মানুষের মৃত্যুর তথ্য নিয়ে পর্যালোচনা করেছি, যাদের মধ্যে ২৯ জন (প্রায় ৭৫ শতাংশ) যারা অনেক আগে থেকেই বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।