টাকওয়ালাদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি!

প্রকাশিত: 08/05/2021

ডে-নাইট ডেস্ক :

টাকওয়ালাদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি!

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। বিভিন্ন দেশে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। প্রতিদিন আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। মৃত্যুও হচ্ছে হাজার হাজার মানুষের।

এর মধ্যেই এল নতুন আরেকটি দুঃসংবাদ। গবেষণায় দেখা গেছে, চুলওয়ালাদের তুলনায় টাক মাথার মানুষের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আড়াইগুণ বেশি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যাপ্লাইড বায়োলজি ইনকরপোরেশনের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। 

গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, এন্ড্রোজেনেটিক এলোপেসিয়া নামের একটি জিনের কারণে মানুষের শরিলের চুল পড়ে যায়। অন্যদিকে এন্ড্রোজেন হরমোন করোনাভাইরাসের উদ্দীপক হিসেবে কাজ করে।

গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যেসব পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাদের অধিকাংশের টাক রয়েছে। ৬৫ জনের ওপর চালানো ওই গবেষণায় আরও দেখা যায়, করোনায় আক্রান্ত এসব টাকওয়ালা পুরুষদের মধ্যে ৭৯ শতাংশের এন্ড্রোজেনেটিক এলোপেসিয়া হরমোন অনেক বেশি সক্রিয়। যা স্বাভাবিক হারের চেয়ে আড়াইগুণ বেশি।

আরও পড়ুন

×