বিশ্বে করোনায় মৃত্যু ৩২ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে

প্রকাশিত: 08/05/2021

ডে-নাইট ডেস্ক :

বিশ্বে করোনায় মৃত্যু ৩২ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে

বৈশ্বিক মহামারি প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত বিশ্ব। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংক্রমণ। প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। সেই সঙ্গে মৃত্যুর মিছিলও বড় হচ্ছে।

সারা বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৩২ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ কোটি  ৬৪ লাখ ছাড়িয়ে গেছে। 

করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ শনিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার ৯১২ জনে। এছাড়া এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ লাখ ৬৫ হাজার ৫২৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ২৬ লাখ ৭৩ হাজার ১০ জন।

আরও পড়ুন

×