দেশে অনুমোদনহীন কোনও হাসপাতাল, ক্লিনিক কাজ করতে পারবেনাঃ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: 15/11/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

দেশে অনুমোদনহীন কোনও হাসপাতাল, ক্লিনিক কাজ করতে পারবেনাঃ স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন যে, বাংলাদেশে অনুমোদনহীন কোন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার চালাতে পারবে না।

আজ দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০০টি ভেন্টিলেটর সংযু্কিক্ত হওয়া অনুষ্ঠানে তিনি বলেন, 'নো মাস্ক নো সার্ভিস' বাস্তবায়নে সরকার কঠিন হচ্ছে। যুক্তরাষ্ট্র এই ভেন্টিলেটরগুলো প্রদান করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‍"করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে এরই মধ্যে সব ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, করোনা মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র এক সঙ্গে কাজ করে যাচ্ছে।"

আরও পড়ুন

×