ফ্রান্সে নভেম্বরের শেষ সময় পর্যন্ত ফের লকডাউন ঘোষণা

প্রকাশিত: 29/10/2020

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সে নভেম্বরের শেষ সময় পর্যন্ত ফের লকডাউন ঘোষণা

ফ্রান্সে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। এ জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ নভেম্বরের শেষ সময় পর্যন্ত দ্বিতীয় জাতীয় লকডাউন ঘোষণা করেছেন। বুধবার দেশটির টেলিভিশনে ভাষণে এই লকডাউনের ঘোষণা দেন তিনি। 

আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই লকডাউন প্রসঙ্গে মাক্রোঁ বলেন, নতুন পদক্ষেপের আওতায় লোকদের কেবল প্রয়োজনীয় কাজ বা চিকিৎসার কারণে বাড়ির বাইরে যেতে দেওয়া হবে।

এই লকডাউনে রেস্তোঁরা এবং বারের মতো অ-প্রয়োজনীয় ব্যবসা বন্ধ হবে। তবে স্কুল এবং কারখানা খোলা থাকবে।
ফ্রান্সে কোভিড-১৯ এ দৈনিক মৃত্যু এপ্রিলের পর সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। গত মঙ্গলবার দেশটিতে করোনায় ৩৩ হাজার মানুষ নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। সূত্র: বিবিসি

আরও পড়ুন

×