প্রকাশিত: 30/10/2020
সুদীর্ঘ ১৭ বছর পর সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার ৮ নং দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশন’র বরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনীত প্রার্থী মোঃ এমাদ উদ্দিন খাঁন( ধানের শীষ) প্রতীকে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন ।গতকাল (২৯ অক্টোবর ) সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ভোট চলে । ইউনিয়নের দশটি ভোট কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফলে মোঃ এমাদ উদ্দিন খান( ধানের শীষ ) পেয়েছেন ৩১৬৬ ভোট ।তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত হাজী জবেদুর রহমান ( নৌকা ) পেয়েছেন (২৭৮১)ভোট । আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র ) সামছু মিয়া (ঘোড়া) ২৭৪১ভোট। প্রসঙ্গত, ২০০৩ সালে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৭ সালে দেশে জাতীয় পরিচয়পত্রের কাজ চলাকালীন সময়ে মীরপুর ইউনিয়নের লহরি গ্রামের একটি অংশ জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলার ভোটার হওয়া নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এরপর থেকে আইনি জটিলতায় উচ্চ আদালতের নির্বাচনী কার্যক্রম আটকে যায়। সম্প্রতি আইনি জটিলতা নিরসন হওয়ায় নির্বাচন কমিশন গত ২৪ সেপ্টেম্বর উপজেলার দশঘর ইউপির তফসিল ঘোষনা করে।