বিশ্ব নবীর অবমাননা করার প্রতিবাদে আজ রামু খুনিয়া পালং এলাকায় বিক্ষোভ মিছিল।

বিশ্ব নবীর অবমাননা করার প্রতিবাদে আজ রামু খুনিয়া পালং এলাকায় বিক্ষোভ মিছিল।

 কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়ন এলাকায় বিশ্ব নবীকে অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বজোড়ে একটা দুঃখজনক খবর হিসাবে আমাদের কাছে পৌছেছে, সেটা হলো বিশ্ব নবীর অবমাননার খবরটা।
আমরা আরো জ্ঞাত যে, বিশ্ব নবীর অবমাননার সুত্রটা হলো  ফ্রান্স থেকে। ফ্রন্সের জৈনিক, মুশরিক রাসুল (সাঃ) কে ভ্যাঙ্গ চিত্র করে, রাসুল কে লাঞ্ছিত করে বিশ্বের দরবারে তুলে ধরে। এর প্রতিবাদে আজ বিশ্বমুসলিম প্রতিবাদী কন্ঠস্বর "আল্লাহু আকবার" ধ্বনিতে মুখরিত হয়ে যায়। 

মহান আল্লাহ তায়ালা, গোটা কোরআন শরীফ  নাজিল করেছেন সেই মহামানব মোহাম্মদ (সাঃ)  এর নিকট। গোটা কোরআনেই হলো রাসুলের চরিত্র। 

নবীর চরিত্র নিয়ে যারা কটুক্তি করবে, তাদের বিপক্ষে প্রতিবাদ করবে সমগ্র মুসলিম জাতী। কারন এইটা তাদের ঈমানি দায়িত্ব। তা পালনে তারা জীবন দিতেও দ্বিধাভোত করবে না।
 যা আজ স্বরজমিনে দেখলাম।

এই আন্দোলনে উপস্থিত ছিলেন, খুনিয়াপালং এর সাবেক,  এম ইউ পি মেম্বার জানাব, হাজী ছব্বির আহম্মম। ভবিষ্যতের এম ইউ পি মেম্বার, ডাঃ নছুরুল্লাহ (রায়হান) এবং খুনিয়াপালং এর  সর্বস্তরের জনসাধারণ।

আরও পড়ুন

×