রাশিয়ার গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বিপদে ট্রাম্পের উপদেষ্টা

প্রকাশিত: 02/11/2020

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বিপদে ট্রাম্পের উপদেষ্টা

রাশিয়ার অন্যতম বার্তা সংস্থা আরটি-কে সাক্ষাৎকার দিয়ে বিপদে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্কট অ্যাটলাস। সাক্ষাৎকার দেওয়ার জন্য তিনি এরই মধ্যে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।

১ নভেম্বর এক টুইটার পোস্টে তিনি বলেন, ‌‘আমি সম্প্রতি আরটি-কে একটি সাক্ষাৎকার দিয়েছি এবং আরটি যে বিদেশি এজেন্ট হিসেবে কাজ করে, তা আমার জানা ছিল না।

ওই সাক্ষাৎকার দেওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। আমি বিশেষভাবে ন্যাশনাল সিকিউরিটি কমিউনিটির কাছে ক্ষমা চাইছি, যারা আমাদের রক্ষার জন্য রাতদিন পরিশ্রম করছেন।’

সাক্ষাৎকারে নিউরোলজিস্ট অ্যাটলাস বলেছেন, ‘করোনাভাইরাসের মহামারি মোকাবিলা করতে গিয়ে লকডাউন দেওয়া হলো মার্কিন জনগণকে হত্যার শামিল।’

তিনি দাবি করেন, করোনার কারণে আমেরিকায় দুই লাখ ৩০ হাজার মানুষ মারা গেছে এবং এর মধ্যে বহু মানুষ মারা গেছে লকডাউনের কারণে। 

 

সূত্র: পার্সটুডে

আরও পড়ুন

×