৩রা নভেম্বর জেল হত্যা দিবসে স্মরণে রায়পুরা পৌরসভা আওয়ামীলীগের দোয়া মাহফিল

৩রা নভেম্বর জেল হত্যা দিবসে স্মরণে রায়পুরা পৌরসভা আওয়ামীলীগের দোয়া মাহফিল

৩রা নভেম্বর জাতীয় চার নেতার জেল-হত্যা দিবসে শোকসভা ও দোয়ার আয়োজন করেছেন রায়পুরা পৌরসভা আওয়ামীলীগ এবং উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, সহ সভাপতি জনাব ডাক্তার মোগল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মিজানুর রহমান চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব মাহবুব আলম শাহীন, শ্রমিক লীগের আহবায়ক জনাব জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব ইঞ্জিঃ আব দুল্লাহ আল মামুন, কৃষকলীগ সভাপতি জনাব আশাবুদ্দিন, স্থানীয় আওয়ামী লীগের নেতা জনাব কাজী শহীদ এবং সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তাছাড়া উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগের ও যুব লীগের নেতৃবৃন্দ। 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন সাহেব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের উপর নির্মম গণহত্যার নৃশংস ঘটনার আলোকপাত করেন এবং দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উপর পর্যায়ক্রমে ষড়যন্ত্রমূলক হত্যা চেষ্টার কথা বলেন। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের বিরুধী অপশক্তি রাজাকারের প্রেতাত্মারা এবং স্বাধীনতা বিরুধী অপশক্তি যে ষড়যন্ত্র মুক্তিযুদ্ধের পরে আওয়ামী রাজনৈতিক যোদ্ধাদের বিরুদ্ধে ও মুজিব সৈনিকের বিরুদ্ধে শুরু করেছে তারই ধারাবাহিকতায় ১৯৭৫ এর ১৫ই আগষ্টের সৃষ্টি হয়, ৩রা নভেম্বর সৃষ্টি হয়। তাই তিনি রায়পুরা উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাদের প্রতি অনুরোধ করেন, দলের মধ্যে সকল প্রকার গ্রুপিং বন্ধ করে একমাত্র শেখ হাসিনার নৌকার জন্য এক হয়ে কাজ করার জন্য। তিনি স্বরণ করেন নরসিংদী জেলার প্রয়াত গভর্নর ও রায়পুরার সাবেক এম পি জনাব এডভোকেট আফতাব উদ্দিন সাহেব ও মুক্তি যুদ্ধ কালীন সময়ে তার গৌরব জনক কৃতিত্ব তুলে ধরেন।

সভায় নেতৃবৃন্দ জাতীয় চার নেতার কৃতিত্ব ও গৌরব জনক ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনা রাখেন এবং তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।  সর্বশেষে ডাক্তার মোগল হোসেন সাহেবের মাধ্যমে দোয়া করা হয় এবং আগত সকলের মধ্যে মিষ্টি বিতরন করা হয়।

আরও পড়ুন

×