ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন!

প্রকাশিত: 04/11/2020

আন্তর্জাতিক নিউজ:

ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন!

যুক্তরাষ্ট্রে  উৎসবমুখর পরিবেশে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ১০ কোটি ২ লাখের বেশি আগাম ভোট দেয়ার পরও মঙ্গলবার ভোটের দিন করোনা মহামারী উপেক্ষা করে ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেছে। 

বাংলাদেশ সময় ভোর ৬টায় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে প্রথম ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে। এরই মধ্যে জানা গেছে, ১১৯টি ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন বাইডেন। তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ৯২টি ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন।

ইন্ডিয়ানা ও কেন্টাকিতে এগিয়ে রয়েছেন ট্রাম্প। কেন্টাকিতে ১১ ইলেক্টোরাল ভোটের ফলাফল জানা গেছে। যেখানে ট্রাম্প ৮ ও বাইডেন ৩টিতে জয়ী হয়েছেন। ভারমন্টের ৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন বাইডেন। 

ভার্জিনিয়ায় জয় পেয়েছেন বাইডেন। সেখানে ১৩টি ইলেকটোরাল কলেজ ভোটে বেশিভাগই পেয়েছেন বাইডেন। তবে ওয়েস্ট ভার্জিনিয়ার ৫টি এবং সাউথ ক্যারোলিনার ৯টি ইলেকটোরাল কলেজ ভোট জিতে নিয়েছেন  ট্রাম্প।

 

সূত্র: ডেইলি মেইল

আরও পড়ুন

×