'ভোট গণনা বন্ধ করা নিয়ে ট্রাম্পের বক্তব্য নজিরবিহীন'

প্রকাশিত: 04/11/2020

আন্তর্জাতিক ডেস্ক:

'ভোট গণনা বন্ধ করা নিয়ে ট্রাম্পের বক্তব্য নজিরবিহীন'

ভোট গণনা বন্ধ করা নিয়ে ট্রাম্পের বক্তব্যকে আপত্তিজনক, নজিরবিহীন ও ভুল বলে অবিহিত করেছেন বাইডেনের নির্বাচন প্রচারের পরিচালক জেন ও'ম্যালি ডিলন। নির্বাচনে জালিয়াতির প্রসঙ্গে তুলে নির্বাচনের ভোট গণনা বন্ধে সুপ্রিমকোর্টে আপিল করা নিয়ে মন্তব্য করার পরই জেন ও'ম্যালি ডিলন এই বিবৃতি দিলেন।

জেন ও'ম্যালি ডিলন বলেছিলেন, এটি আপত্তিজনক। কারণ আমেরিকান নাগরিকদের গণতান্ত্রিক অধিকার হরণ করার নগ্ন প্রচেষ্টা এটি। এটি নজিরবিহীন। কারণ আমাদের ইতিহাসের আগে আমেরিকার কোনো প্রেসিডেন্ট আমেরিকানদের জাতীয় নির্বাচনের জন্য কণ্ঠস্বর ছিনিয়ে নেয়ার চেষ্টা করেননি।

তিনি আরও বলেন, এটি ভুল। কারণ এটি হবে না। গণনা বন্ধ হবে না। প্রতিটি প্রাপ্ত ভোট গণনা না করা অবধি গণনা অব্যাহত থাকবে।

এর আগে ভোট গণনা চলাকালেই জাতির উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যের একপর্যায়ে ট্রাম্প নির্বাচনে জালিয়াতির প্রসঙ্গে তুলে নির্বাচনের ভোট গণনা বন্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন বলে জানান। তবে ঠিক কিসের ভিত্তিতে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন তা পরিষ্কার নয় বলে জানিয়েছে সিএনএন। সূত্র: বিবিসি

আরও পড়ুন

×