হেকমতিয়ারকে শান্তি আলোচনায় চায় তালেবানরা

প্রকাশিত: 04/11/2020

আন্তর্জাতিক ডেস্ক:

হেকমতিয়ারকে শান্তি আলোচনায় চায় তালেবানরা

আফগান সরকারের সঙ্গে চলমান শান্তি আলোচনায় গুলবুদ্দিন হেকমতিয়ারের নেতৃত্বাধীন হেজবে ইসলামী দলকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন তালেবানরা।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, হেজবে ইসলামী আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। কাজেই কাতারে আফগান সরকারের সঙ্গে তালেবানের যে শান্তি আলোচনা চলছে, তাতে এই দলকে অন্তর্ভুক্ত করতে হবে। খবর অ্যারিয়া নিউজের।

তালেবানের পক্ষ থেকে এমন সময় এ আহ্বান জানানো হলো, যখন এর আগে এই তালেবানই হেজবে ইসলামীকে ‘স্বার্থান্বেষী’ রাজনৈতিক দল হিসেবে অভিহিত করে এই দলকে আলোচনার বাইরে রাখার আহ্বান জানিয়েছিল।

কাতারের রাজধানী দোহায় গত প্রায় ৫০ দিন ধরে আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনা চলে এলেও তাতে কোনো সাফল্যের খবর পাওয়া যায়নি। উল্টো আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে তালেবানের হামলার ফলে সহিংসতা বেড়ে গেছে।

গুলবুদ্দিন হেকমতিয়ার আফগানিস্তানের রাজনীতিতে সবসময় বিতর্কিত অবস্থান গ্রহণ করেছেন। সম্প্রতি তিনি পাকিস্তান সফরে গিয়ে ওই দেশটিকে নিজের ‘দ্বিতীয় আবাস’ হিসেবে উল্লেখ করে আফগানিস্তানে অস্থায়ী সরকার গঠনের আহ্বান জানান।

আরও পড়ুন

×