বাইডেন সরকার গঠনে 'ট্রানজিশনাল ওয়েবসাইট' চালু করলেন 

প্রকাশিত: 05/11/2020

আন্তর্জাতিক ডেস্ক:

বাইডেন সরকার গঠনে 'ট্রানজিশনাল ওয়েবসাইট' চালু করলেন 

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজের দোরগোড়ায় রয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। সরকার গঠনের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই একটি ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছেন তিনি।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে এক প্রেসিডেন্টের কাছ থেকে অন্য প্রেসিডেন্টের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন গঠন করা হয়। এ লক্ষ্যেই ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছে বাইডেন শিবির।

ওয়েবসাইটে বলা হয়েছে, মহামারি থেকে শুরু করে অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বর্ণ বৈষম্যমূলক অবিচার পর্যন্ত বহু সমস্যায় জর্জরিত যুক্তরাষ্ট্র। আর ট্রানজিশনাল দল এখন থেকেই সমস্যা সমাধানে প্রস্তুতি নেয়া শুরু করবে যেন দায়িত্ব নেয়ার পর প্রথম দিন থেকেই কাজ শুরু করতে পারে।

আরও পড়ুন

×