'অভিবাসী পাঠিয়ে ফিলিপাইনে নীরব আক্রমণ চালাচ্ছে চীন'

প্রকাশিত: 05/11/2020

অনলাইন ডেস্ক:

'অভিবাসী পাঠিয়ে ফিলিপাইনে নীরব আক্রমণ চালাচ্ছে চীন'

৪০ লাখ অভিবাসীকে পাঠানোর মাধ্যমে ফিলিপাইনে নীরব আক্রমণ চালিয়েছে চীন। বুধবার এমন মন্তব্য করে ফিলিপাইনের সরকারকে সতর্ক করে দিয়েছেন দেশটির বিরোধী দলীয় একজন সিনেটর।
 
ফিলিপাইনের বিরোধী দলীয় সিনেটর সেন ফ্রান্সিস পাঙ্গিলিনান বলেন, চীনের অভিবাসীদের সহজে প্রবেশ করার সুযোগ করে দেওয়া হচ্ছে। আর এর মাধ্যমে চীন নীরব আক্রমণ চালাচ্ছে।

পাঙ্গিলিনান আরো বলেন, এটা দুশ্চিন্তা বিষয়। বিশেষ করে পশ্চিম ফিলিপাইন সমুদ্র নিয়ে চীনের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে।

এছাড়াও পাঙ্গিলিনান দাবি করেন যে ফিলিপাইনে বিভিন্ন অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করেও নীরব আক্রমণ করছে চীন । এর ফলে ফিলিপাইনের নিয়ে তিনি ঋণের বোঝা বাড়ছে পাশাপাশি ভূ-রাজনৈতিক এবং সার্বভৌমত্বের ঝুঁকি বাড়ছে।

আরও পড়ুন

×