ফ্রান্সে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড একের পর এক ভাঙছে 

প্রকাশিত: 07/11/2020

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড একের পর এক ভাঙছে 

মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে ফ্রান্সে। শুধু তাই নয় দিন যত যাচ্ছে দেশটিতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড ততোবেশি ভাঙছে। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) দেশটিতে নতুন করে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নতুন করে ৬০ হাজার ৪৮৬ জনের দেহে ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। যা আগেরদিন বৃহস্পতিবার ৫৮ হাজার ৪৬ রোগী শনাক্তের রেকর্ড ভেঙেছে।

ফ্রান্স স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, করোনার কারণে শুক্রবার ফ্রান্সে ৮২৮ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিন বৃহস্পতিবারের ৩৯৮ জনের দ্বিগুণ থেকেও বেশি।

আল আরাবিয়া বলছে, এপ্রিলের পর গত সপ্তাহে ফ্রান্সে করোনার কারণে মৃত্যুর ঘটনা বৃদ্ধি পেয়েছে।

ফ্রান্সে এখন পর্যন্ত ১৬ লাখ ৬১ হাজার ৮৫৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল ও রাশিয়ার পরেই অবস্থান করছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ৩৯ হাজার ৮৬৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

×