বাইডেনকে অভিনন্দন জানাবেন না মেক্সিকোর প্রেসিডেন্ট

প্রকাশিত: 08/11/2020

আন্তর্জাতিক ডেস্ক:

বাইডেনকে অভিনন্দন জানাবেন না মেক্সিকোর প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট জো বাইডেনের জয় নিশ্চিত হয়ে গেছে। কানাডা, আয়ারল্যান্ড, ফ্রান্স, ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের অভিনন্দনের জোয়ারে ভাসছেন ডেমোক্রেট নেতা বাইডেন। তবে এখনই বাইডেনকে অভিনন্দন জানাতে চান না মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর।

নির্বাচনের ফল এখনো মেনে নেননি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারচুপির অভিযোগ এনে তিনি আইনি লড়াইয়ে নেমেছেন। শনিবার তাই মেক্সিকোর প্রেসিডেন্ট বলেছেন, আইনি প্রক্রিয়া শেষ না হলে বিজয়ী প্রার্থীকে তিনি অভিনন্দন জানাবেন না। 

মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, আমি কাউকেই অভিনন্দন জানাতে পারি না। আমি নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাই।

সূত্র জানিয়েছে, মেক্সিকোর সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে যুক্তরাষ্ট্রের। এদিকে হার নিশ্চিত হয়ে গেলেও আগামী ২০ জানুয়ারি পর্যন্ত ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বাইডেনকে অভিনন্দন জানিয়ে বিপাকে পড়তে চায় না মেক্সিকো।

আরও পড়ুন

×