সচেতনতা ও মতবিনিময় সভার আয়োজন করেন জিএমপি এর ট্রাফিক বিভাগ।

প্রকাশিত: 09/11/2020

মিথেন আহম্মেদ দূর্যয়

সচেতনতা ও মতবিনিময় সভার আয়োজন করেন জিএমপি এর ট্রাফিক বিভাগ।

গত ৮ই নভেম্বর রবিবার সকাল এগারোটায় গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় আলহাজ্ব সামসুদ্দিন সুপার মার্কেটে ট্রাফিক সংশ্লিষ্ট পক্ষ সমূহের সাথে সচেতনতা ও মতবিনিময় সভার আয়োজন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডি.সি ট্রাফিক আব্দুল্লাহ আল (মামুন),এ.ডি.সি ট্রাফিক এস.এম খালিদ বোরহান, এস. এম রফিকুল ইসলাম অফিসার্স ইনচার্জ(বাসন থানা),সাইফুল ইসলাম(টি.আই),গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ সরকার,মার্কেটের ব্যবসায়ী,পিকাপ পরিবহন মালিক-শ্রমিক, কুলি মজুর, ক্রেতা এবং সাধারণ জনগন। অনুষ্ঠানটির মাধ্যমে ট্রাফিক আইন মানাটা দেশ ও জাতির জন্য কতটা অপরিসীম তা ট্রাফিক সংশ্লিষ্ট পক্ষ সমূহ ও সাধারণ নাগরিকদের মাঝে উপস্থাপন করেন জি.এম.পির ট্রাফিক বিভাগ।

আরও পড়ুন

×