নির্বাচনে পরাজিত করতেই ৫ দিন পরে এলো ভ্যাকসিনের খবর: ট্রাম্প

প্রকাশিত: 10/11/2020

আন্তর্জাতিক ডেস্ক:

নির্বাচনে পরাজিত করতেই ৫ দিন পরে এলো ভ্যাকসিনের খবর: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনো নিজের পরাজয় স্বীকার করেননি ট্রাম্প। বরং নির্বাচনে তাকে হারানোর জন্য তার নিজের প্রশাসনের একাংশের বিরুদ্ধেও ফাইজারের করোনাভাইরাসের ভ্যাকসিনের খবর চেপে রাখার ষড়যন্ত্রের অভিযোগ করেছেন ট্রাম্প।

সোমবার জানা যায়, যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজারের করোনা ভ্যাকসিন ৯০ শতাংশ সফল। কিন্তু ট্রাম্পের অভিযোগ, আগেই এই ফল জানা গেলেও পাঁচ দিন ধরে তা প্রকাশ করেনি ‘ফুড অ্যান্ড ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনস্ট্রেশন’ (এফডিএ)। 

ট্রাম্পের অভিযোগ, রিপাবলিকানরা যেন ভোটে ভ্যাকসিনের সু-খবরের সুবিধা না পান, তার জন্যই এই খবর চেপে রাখা হয়েছিল। পাশাপাশি, তার প্রশাসনের চেষ্টায় যে এত তাড়াতাড়ি ভ্যাকসিন তৈরি হয়েছে, সেই কৃতিত্বও দাবি করেছেন ট্রাম্প।

ট্রাম্পের দাবি, ডেমোক্র্যাটরা চায়নি ভোটের আগে আমি ভ্যাকসিনের সুবিধা পাই। তাই পাঁচ দিন পর এই খবর দেওয়া হলো। যা আমি আগে থেকেই বলে আসছি। 

আরও পড়ুন

×