প্রকাশিত: 11/11/2020
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) এবং কোভিড-১৯ রেসপন্স এ- রিহ্যাবিলিটেশন ইনিসিয়েটিভস (সিটুআরআই) প্রকল্পের যৌথ উদ্যোগে উপজেলার ৯০০ জন দলিত ও আদিবাসীর মাঝে ইমারজেন্সি অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
ইপার সুইজারল্যান্ডের সহযোগিতায় সকাল ১০টায় শিবনগর ইউনিয়নের আদর্শপাড়াস্থ জিবিকে কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রাম বিকাশ আলো প্রকল্প ব্যবস্থাপক নূরে আলম সিদ্দিকী (নিউরন), অ্যাডভোকেসি প্রকল্প কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, ফুলবাড়ী উপজেলা ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সিডিএফ তানজিদুর রহমান, গোপাল চন্দ্র রায় গ্লোরিয়া মুর্মু প্রমুখ। ফুলবাড়ী উপজেলা ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান বলেন, কোভিড-১৯ এ লক্ষিত জনগোষ্ঠীর ৯০০ জনের মাঝে এক হাজার টাকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আগামীতে আবারো ওই ৯০০ জনকে একহাজার টাকা করে প্রদান করা হবে।