ফুলবাড়ীতে মাস্ক না পরে জরিমানা গুনলেন ১৩ ব্যবসায়ী

ফুলবাড়ীতে মাস্ক না পরে জরিমানা গুনলেন ১৩ ব্যবসায়ী

দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারের স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পরায় ১৩ ব্যবসায়ীকে দুই হাজার ৬০০ টাকা জরিমানা করেণে ভ্রাম্যমান আদালত। এছাড়াও ওই ১৩ ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে বাধ্যতামূলক মাস্ক ক্রয় করানো হয়েছে।

গতকাল বুধবার সকালে ফুলবাড়ী পৌরশহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ পদক্ষেপ নেন ভ্রাম্যমান আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ।

এসময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের নাজির মো. আতিউর রহমান, থানার এএসআই মোস্তফা কামালসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ জানান, করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি
সকলকে মানতে হবে। প্রামমিক অবস্থায় শুধু ব্যবসায়ীদেরকে সহনশীল পরিমানে জমিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে আগামীতে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

আরও পড়ুন

×