সমাজে মন্দ মানুষকে বর্জন এবং ভাল মানুষকে আলোর পথ দেখাতে বলেন- এমপি ফিজার

সমাজে মন্দ মানুষকে বর্জন এবং ভাল মানুষকে আলোর পথ দেখাতে বলেন- এমপি ফিজার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, সমাজের সকল শ্রেণি ও পেশার মধ্যে ভালো মানুষ যেমন আছে, তেমনি মন্দ মানুষও আছে। আমাদের এসব মন্দ মানুষকে বর্জন করতে হবে। আর এই কাজ করতে  সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও যোগ্য নেতৃত্বের কারণে বৈশ্বিক মহামারী করোনার মধেও অর্থনীতির চাকা সচল রয়েছে। দেশে কোন মানুষ না খেয়ে মারা যায়নি। আর্থিকভাবে মানুষ স্বাবলম্বী হয়েছে। 

বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ স্কুল কলেজের ছেলেমেয়েদের উপবৃত্তি কোনটাই বন্ধ হয়নি। সব কিছু আগের মতই চলছে। করোনার কারণে অনেক দেশের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে পড়েছে, অথচ বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে।

তিনি শনিবার দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবে ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য  শোভা যাত্রা বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে।


 

আরও পড়ুন

×