হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় মিশরে ৫ মার্কিন সেনাসহ ৭ বিদেশী সেনা নিহত

প্রকাশিত: 15/11/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় মিশরে ৫ মার্কিন সেনাসহ ৭ বিদেশী সেনা নিহত

মিশরে সিনাই উপদ্বীপে আমেরিকার একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আমেরিকার ৫ সেনা এবং চেক প্রজাতন্ত্র ও ফ্রান্সের ২ জন সেনা নিহত হয়।

গত বৃহস্পতিবার ইউএইচ-৬০ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত হেলিকপ্টারের মার্কিন সৈন্যরা হলেন- ক্যাপ্টেন শেঠ ভার্নন (৩১), শেফ ওয়ারেন্ট অফিসার ডালাস গিয়ার্ড (৩১), চিফ ওয়ারেন্ট অফিসার মারওয়ান সামেহ (২৭), সার্জেন্ট কাইল রবার্ট ম্যাকি (৩৫), সার্জেন্ট জেরেমি কেইন শেরম্যান (২৩)। এসব সৈন্য গত মাসেই মিশরে পৌঁছেছিল।

উল্লেখ্য, ইসরাইল-মিশর শান্তিচুক্তি বাস্তবায়নের পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই সিনাই উপদ্বীপে ৪৫০ জন মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। গতকাল শনিবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জনাথন রাথ হফম্যান টুইটার পোস্টে পাঁচ মার্কিন সেনাসহ সাতজন বিদেশী সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছেন।

আরও পড়ুন

×