প্রেসিডেন্ট নির্বাচনে প্রতারণার আশ্রয় নেয়ার দাবি তুলে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ

প্রকাশিত: 15/11/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

প্রেসিডেন্ট নির্বাচনে প্রতারণার আশ্রয় নেয়ার দাবি তুলে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ

প্রেসিডেন্ট নির্বাচনে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে মর্মে ট্রাম্প সমর্থক গোষ্ঠী তথা শেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী গ্রুপ প্রাউড বয়েজ ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ র‌্যালি করেছেন। 

একই সময়ে এবং কাছাকাছি জায়গায় বাইডেনের বিজয় উদযাপন করতে আসা বিভিন্ন সংগঠনের নারী-পুরুষদের সাথে ট্রাম্প সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে কমপক্ষে ২ জন আহত হয়। খবর রয়টার্স ও এনপিআর

সব রাজ্যের ভোট গণনার শেষে বাইডেন ইলেক্টোরাল ভোট পেয়েছেন ৩০৬  এবং ট্রাম্প পেয়েছেন ২৩২ টি ভোট। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসব নির্বাচন মানতে নারাজ। তিনি এখনও নির্বাচনে ব্যাপক কারচুপি, অনিয়ম ও প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে বলে দাবি করে আসছেন।

কিছু উগ্র ট্রাম্প সমর্থক ট্রাম্পের সমর্থনে বিক্ষোভে অংশ নিলে বাইডেনের সমর্থকদের মধ্যে তাদের সংঘর্ষ শুরু হয় ও ২ জন আহত হয়।

র‌্যালি আয়োজনকারীরা ট্রাম্পের নির্বাচনী বিভিন্ন স্লোগান নিয়ে রাস্তায় নামে। পরে ট্রাম্প টুইট করে তাদের প্রতিও সমর্থন জানান এবং তিনি জানান তারা প্রতারণা ও দুর্নীতির আশ্রয় নেয়া নির্বাচনের পক্ষে থাকবে না।
 

আরও পড়ুন

×