অন্যায়ের প্রতিবাদ করায় ফ্লাইট থেকে মুসলিম নারীকে নামিয়ে দেয়া হয়

প্রকাশিত: 15/11/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

অন্যায়ের প্রতিবাদ করায় ফ্লাইট থেকে মুসলিম নারীকে নামিয়ে দেয়া হয়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একজন মুসলিম অ্যাক্টিভিস্ট নারীকে অন্যায়ভাবে ফ্লাইট থেকে নামিয়ে দেয়া হয়। ঐ নারী তার অভিযোগ টুইট বার্তায় প্রচার করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা যায়, শনিবার একজন শেতাঙ্গ পুরুষ যাত্রী ফ্লাইটে প্রবেশের পূর্ব মূহুর্তে চেকপয়েন্টে অন্যায়ভাবে দাঁড়িয়ে গেলে আমানি আল খাতাতবেহ নামের ঐ নারী প্রতিবাদ করেন। পরে ওই শ্বেতাঙ্গ ব্যক্তি পুলিশকে অভিযোগ করে নারিকে গ্রেফতার করান। অভিযোগ দেয়া ব্যক্তিটি প্রথম শ্রেণির যাত্রী বলে উল্লেখ করা হয়।

আমানি আল খাতাতবেহ নামের ঐ নারীর ঘট্না তদন্ত করা হচ্ছে বলে মার্কিন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। 

আরও পড়ুন

×