ট্রাম্প টুইটারে নিজের হার স্বীকার করলেন

প্রকাশিত: 16/11/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

ট্রাম্প টুইটারে নিজের হার স্বীকার করলেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অবশেষে বাইডেনের নিকট নিজের পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন। তবে তিনি এও বলেন নির্বাচনে ব্যাপক কারচুপির কারণে জো বাইডেন জয়ী হয়েছে।

ট্রাম্প বলেন, পাতানো নির্বাচনের কারনে বাইডেন জয়ী হয়েছে। ভোট গণনার সময় কোনো পর্যবেক্ষককে প্রবেশ করার অনুমতি দেয়া হয়নি। পাশাপাশি কট্টর বামপন্থী বেসরকারি প্রতিষ্ঠানগুলো এবং ‍কিছু ভুয়া গণমাধ্যম ভোট কারচুপিতে অংশ নেয়ায় তার পরাজয়ের অন্যতম কারণ। 

ইতিপূর্বে জামাই জারেড, কন্যা ইভাঙ্কা এবং সর্বশেষ স্ত্রী মেলানিয়াও ডোনাল্ড ট্রাম্পকে হার স্বীকার করার জন্য অনুরোধ করলেও ট্রাম্প তা প্রত্যাক্ষান করেন। তবে, পরিবারের একাধিক লোকজন বুঝানোর চেষ্টা করার কারণে ট্রাম্প একরকম চাপেই ছিলেন এবং সবশেষ নিজের পরাজয় স্বীকার করলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ৩০৬ টি ইলেকটোরাল ভোট এবং রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ট ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। যদিও সরকারিভাবে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ করা হয়নি।
 

আরও পড়ুন

×