ইরানের হুশিয়ারি: ইরাক থেকে সব মার্কিন সৈন্যদের ছেড়ে যেতে হবে

প্রকাশিত: 16/11/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

ইরানের হুশিয়ারি: ইরাক থেকে সব মার্কিন সৈন্যদের ছেড়ে যেতে হবে

ইরানের আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি হুশিয়ারি উচ্চারন করে বলেছেন, ইরাক থেকে সব মার্কিন সৈন্যদের অবশ্যই ছেড়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ইরাকের পার্লামেন্টের সিদ্ধান্তানুযায়ী ইরাক থেকে সব সৈন্যকে ফিরিয়ে নিতে হবে। ইরানে সফররত ইরাকের প্রতিরক্ষামন্ত্রী লে. জেনারেল জুমা সাদুনের সঙ্গে এক বৈঠকে ইরানের এই সামরিক কমান্ডার এই হুশিয়ারি উচ্চারণ করেন। 

উল্লেখ্য, চলতি বছরের ৩ জানুয়ারি মাসে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সৈন্যদের ড্রোন হামলায় ইরাকের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলায়মানি ও ইরাকের হাশদ-আশ-শাবি বাহিনীর উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিস শহীদ হন। ওই ঘটনার দু’দিন পর ইরাকের পার্লামেন্ট তাদের দেশে থেকে সব মার্কিন সেনাদের বহিস্কারের একটি বিল পাস করেন।

জেনারেল সালামি আরও বলেন, যারা জেনারেল সোলায়মানি ও মুহান্দিসকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই প্রতিশোধ নেয়া হবে।  এদিকে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী আনাদ সাদুন ইরানে প্রতিরক্ষামন্ত্রীসহ দেশের গুরুত্বপূর্ণ পদস্থ সেনা কর্মকর্তাদের সহিত সাক্ষাৎ করেন।


 

আরও পড়ুন

×