সিলেটে কুমারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকান্ড, অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন

প্রকাশিত: 17/11/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

সিলেটে কুমারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকান্ড, অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন

সিলেটে কুমারগাঁয়ে ১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে দুটি ট্রান্সফরমারে আগুন লাগার কারণে সিলেট জেলার প্রায় এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় আগুন লাগে এবং ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের সহযোগিতায় দুপুরের দিকে আগুণ নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

সিলেটের ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকান্ডে বিদ্যুৎকেন্দ্রের দুটি ট্রান্সফরমার পুড়ে যায়। ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে অগ্নিকান্ডের ক্ষয়-ক্ষতির পরিমাণ চিহ্নিত করছেন।

আগুণের সূত্রপাত সম্পর্কে কেউ এখনো কিছু না জানাতে পারলেও কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার পর এখনো অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।

সিলেটের কুমারগাঁয়ে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে অগ্নিকান্ডের ঘটনাটি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

×