সদ্যমুক্ত ভূমিতে ফেরার স্বপ্নে-বিভোর আজেরিরা

সদ্যমুক্ত ভূমিতে ফেরার স্বপ্নে-বিভোর আজেরিরা

আজারবাইজান-আর্মেনিয়ার সীমান্ত যুদ্ধের পর আজারবাইজানের সৈন্যরা নাগারনো-কারাবাখের গুরুত্বপূর্ণ এলাকা দখল করার পর সর্বশেষ রাশিয়ার মধ্যস্থতায় দু’দেশের মধ্যে শান্তি-চুক্তি হলে ২৮ বছর পর আজেরির নাগরিকরা পৈত্রিক ভূমিতে ফেরার স্বপ্ন দেখছেন।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গত ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তির পর বাকুর নাগরিকরা তাদের নিজেদের মাটিতে ফেরার অপেক্ষায় রয়েছে।

আর্মেনিয়রার দখলকৃত আজারবাইজানের সৈন্যরা গুরুত্বপূর্ণ শুশা শহরটি দখল করলে জাতিগত আর্মেনিয়ার জনগন শহরটি ছেড়ে যাওয়ার সময় তাদের বসতিতে আগুন লাগিয়ে শহরটি ছেড়ে যাচ্ছে বলে স্থানীয় সূত্র হতে জানা যায়। আর্মেনিয়াদের উদ্দেশ্য তাদের তৈরি বসতিতে যেন আজারবাইজানের অধিবাসীরা ব্যবহার করতে না পারে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহের যুদ্ধে আর্মেনিয়ার দখল থেকে অনেক বসতি ও গ্রাম আজারবাইজানের সৈন্যরা দখলমুক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে আর্মেনিয়ার সৈন্যরা একের পর এক পর্যদস্তু হলে সর্বশেষে রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া সরকার শান্তি চুক্তিতে উপনীত হয়।

গত কয়েক সপ্তাহের যুদ্ধে আর্মেনীয়ার দখল থেকে প্রায় ৩০০টি বসটি ও গ্রাম দখলমুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী।

 

 

 

আরও পড়ুন

×