ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগেই ইরাক ও আফগানিস্তান থেকে সৈন্য কমানোর সিদ্ধান্ত

ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগেই ইরাক ও আফগানিস্তান থেকে সৈন্য কমানোর সিদ্ধান্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা ছাড়ার আগেই জানুয়ারিতে আফগানিস্তান থেকে ৪ হাজার ও ইরাক থেকে ৫০০ সৈন্য কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন প্রেসিডেন্ট ট্রাম্পের এ পরিকল্পনা বাস্তবায়নের কথা নিশ্চিত করেছেন।

এদিকে ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলার জানিয়েছেন, জানুয়ারি মাসের মাঝামাঝিতে আফগানিস্তান থেকে ৪০০০ সৈন্যের মধ্যে ২০০০ সৈন্য এবং ইরাক থেকে ৩০০০ সৈন্যের মধ্যে ৫০০ সৈন্য সরিয়ে আনা হবে। মিলার দাবি করেন, এর ফলে আফগানিস্তান ও ইরাক যুদ্ধের সফল সমাপ্তিতে আমেরিকার যোদ্ধাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

আরও পড়ুন

×