রাশিয়া নাগারনো-কারাবাখে শান্তি চুক্তিতে মার্কিন-ফরাসির হস্তক্ষেপ প্রতিহতের ঘোষণা 

রাশিয়া নাগারনো-কারাবাখে শান্তি চুক্তিতে মার্কিন-ফরাসির হস্তক্ষেপ প্রতিহতের ঘোষণা 

রাশিয়ার মধ্যস্থতায় নাগারনো-কারাবাখে শান্তিচুক্তির পর বর্তমানে মার্কিন-ফরাসি সেই শান্তিচুক্তি পরিবর্তনের যে পায়তারা চালাচ্ছে রাশিয়া তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকা ও ফ্রান্স সম্প্রতি নাগরনো-কারাবাখ শান্তিচুক্তি পুনর্মূল্যায়নের যে কোন অপচেষ্টা রাশিয়া প্রতিহত করবে।

তিনি আরও বলেন, রাশিয়ার মধ্যস্থতায় নাগরনো-কারাবাখে শান্তিচুক্তির ফলে সংঘর্ষপীড়িত এলাকায় আন্তর্জাতিক রেডক্রসের কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। তাই যুদ্ধ-বিদ্ধস্ত এসব এলাকায় মানবিক ত্রাণ ও উদ্ধার চালাতে জাতিসংঘের অন্যান্য সংস্থার প্রতিও আহ্বান জানান।

ইতিপূর্বে নাগরনো-কারাবাখ অঞ্চলে শান্তি-চুক্তি বাস্তবায়ন তদারকি করতে রুশ ও তুরস্কের সৈন্য মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন

×