বাগদাদে গ্রিণ জোনে দূতাবাসে হামলা যুক্তরাষ্ট্র অভিযুক্ত করছে ইরানকে

প্রকাশিত: 19/11/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

বাগদাদে গ্রিণ জোনে দূতাবাসে হামলা যুক্তরাষ্ট্র অভিযুক্ত করছে ইরানকে

ইরাকে মার্কিন গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে যে রকেট হামলা হয়েছে আমেরিকা সেই হামলার জন্য ইরানকে দায়ী করছে।

বাগদাদে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বর্ণনায় দাবি করেন, গত মঙ্গলবার গ্রিন জোনে যে রকেট হামলা হয়েছে তা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কাজ।

ইরাক সরকারের বরাত দিয়ে জানায়, গত মঙ্গলবার রাতে বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে সন্ত্রাসীরা রকেট নিক্ষেপ করলে এক শিশুসহ ৫ জন আহত হন। এই গ্রীন জোনে মার্কিন দূতাবাস রয়েছে।

উল্লেখ্য, ইরানের সেনা কর্মকর্তা সোলাইমানকে মার্কিন সেনারা হত্যা করার পর বাগদাদস্থ মার্কিন দূতাবাসে কয়েক দফা রকেট হামলা হয়েছে। এদিকে ইরাকের জনগনও চায় ইরাক থেকে সম্পূর্ণ মার্কিন সৈন্যদের প্রত্যাহার করা হউক। তাছাড়া গত জানুয়ারিতে ইরাকের সংসদ বিল পাস করে রেখেছে মার্কিন সৈন্য দ্রুত প্রত্যাহার করা বিষয়ে।
 

আরও পড়ুন

×