চীন ও রাশিয়া গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছে

প্রকাশিত: 19/11/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

চীন ও রাশিয়া গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছে

রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পারমাণবিক চুক্তিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের পারমাণবিক চুক্তি সুরক্ষার উপায় নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে কথা বলেছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, করোনভাইরাস মহামারীর প্রেক্ষিতে দুই মন্ত্রী রাশিয়া ও চীনের মধ্যে কৌশলগত সম্পর্কের বিকাশের বিষয়ে আলোচনা করেছেন। তারা চীনা-উদ্যোগে ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ইউরেশিয়ান ইকনোমিক ইউনিয়ন চুক্তির সর্বশেষ ঘটনাবলী সম্পর্কেও কথা বলেন।

চীন ও রাশিয়া ইরানের পারমাণবিক চুক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি স্বাক্ষরকারী রাষ্ট্র। এই ইস্যুতে তারা ইরানের অবস্থান সমর্থন করে এবং তেহরানের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞারও বিরোধিতা করে আসছে।

আরও পড়ুন

×