প্রকাশিত: 20/11/2020
র্যাবের অনুমান, একাধিক সশস্ত্র ব্যক্তি বাড়ির অভ্যন্তরে অবস্থান করছেন। অভিযানের এক পর্যায়ে ৪ জঙ্গি আত্বসমর্পণ করেছে বলে সর্বশেষ তথ্যে জানা যায়।
জানা যায়, ভোর ৫ টার দিকে র্যাব -১২ শেরখালীর উকিলপাড়ায় ফজলুল হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতিতে ঘরের ভেতর থেকে গুলি চালানো হয়। পরে র্যাবও পাল্টা গুলি চালায়। তবে গোলাগুলিতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
র্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক লেঃ কর্নেল আশিক বিল্লাহ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, রাজশাহীর শাহ মখদুম এলাকা থেকে জঙ্গি সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উকিলপাড়ায় ফজলুল হকের বাড়িতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের এক পর্যায়ে ৪ জঙ্গি আত্বসমর্পণ করতে বাধ্য হয়।
তিনি আরও জানান, আব্দুল্লাহ নামের এক ব্যক্তি বাসাটি ভাড়া নিয়ে থাকতেন। প্রায় আড়াই মাস আগে তিনি বাড়িটি ভাড়া নেন।
র্যাব কর্মকর্তা জানান, ইতিমধ্যে র্যাব বোমা নিস্ক্রিয় ইউনিট ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছেছে।