করোনাভাইরাসের কারণে ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস অস্থায়ীভাবে বন্ধ করেছে

প্রকাশিত: 21/11/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের কারণে ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস অস্থায়ীভাবে বন্ধ করেছে

ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ১ জন কর্মচারী করোনভাইরাস (ক্যাভিড -১৯) আক্রান্ত হওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে যে এর কর্মীদের মধ্যে একজনকে গতকাল কভিড পজিটিভ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। অন্যান্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত মিশন বন্ধ থাকবে। জরুরি পরিস্থিতিতে দূতাবাসের সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে ([email protected])।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, দূতাবাস বন্ধ থাকাকালীন ভিসা ইস্যু থেকে সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে করোনায় আক্রান্ত ব্যক্তিটি দক্ষিণ কোরিয়ার নাকি বাংলাদেশি নাগরিক তা জানা যায়নি।

আরও পড়ুন

×