দ্বিপাক্ষীয় সম্পর্ক বাড়াতে তুরস্কের প্রেসিডেন্ট ও সৌদির বাদশার ফোনালাপ

দ্বিপাক্ষীয় সম্পর্ক বাড়াতে তুরস্কের প্রেসিডেন্ট ও সৌদির বাদশার ফোনালাপ

আজ থেকে সৌদি আরবে জি-২০ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এর আগ মূহুর্তে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ফোনে কথা অনেক গুরুত্ব বহন করে।

উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা করেন এবং অমীমাংস ইস্যুগুলোও আলোচনার মাধ্যমে সমাধানের উপায় নিয়ে কথা বলেন। শুক্রবার এক ফোনে সৌদির বাদশাহ এরদোগানকে জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। নিউজ রয়টার্স

এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, এরদোগান এবং সালামান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অন্যান্য ইস্যুতে সর্বদায় আলোচনার দুয়ার উন্মুক্ত রাখতে সম্মত হয়েছেন। এছাড়া তাদের মধ্যে জি-২০ শীর্ষ সম্মেলন নিয়েও কথা হয়।

কয়েক বছর ধরে সৌদি আরব ও তুরস্ক পররাষ্ট্রনীতি এবং ইসলামী রাজনৈতিক দলগুলি নিয়ে তীব্র বিতর্ক চলছে। ২০১৮ সালে দুই দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে, ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যার পর।

আরও পড়ুন

×