প্রকাশিত: 21/11/2020
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়া নালা ইউনিয়ন পরিষদের আওতাধীন নন্দা খালী বড় পাড়া তিন নাম্বার ওয়ার্ডের সাধারণ জনগণের কৃষি জমির ধান উৎপাদন করার জন্য ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গোদা বন্ধ করার কাজ। ইতিমধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নন্দাখালী বড় পাড়া মুড়াপাড়া, উত্তরপাড়া, এই তিনপাহাড় কমিটির সদস্য নন্দা খালীর গোদার কমিটির বিশিষ্ট জনেরা,এবং সহযোগিতা করেছেন সুযোগ্য কামাল শামশুদ্দীন আহমদ প্রিন্স,চেয়ারম্যান জোয়ারিয়া নালা ইউনিয়ন ওনার নেতৃত্বে বহুল প্রতীক্ষিত নন্দা খালী বড় পাড়া সুইচ গেইট (গোদা) নির্মানের কাজ উদ্বোধন করলেন, গত শুক্রবার জুমার নামাজের পরে উদ্বোধন করলেন পুরাতন পল বোর্ড তোলার মাধ্যমে শুরু হল।কমিটির সকল সদস্যদের কে ধন্যবাদ জানালেন নন্দা খালীর পারিশ্রমিক কৃষিজীবী সাধারণ জনগণ। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, জোয়ারিয়া নালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামশুদ্দীন প্রিন্স,সহযোগিতা করেছেন এবং নন্দা খালীর তিন নাম্বার ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ রশিদ মিয়া মেম্বার সহযোগিতা করেছেন, এবং সাবেক মেম্বার দিদারুল ইসলাম,সহযোগিতা করেছেন, এবং যিনি উদ্যোগ না নিলে হত না এই মহৎ কাজ,মোহাম্মদ এনামুল উল্লাহ যার সহযোগিতা এবং সার্বক্ষণিক নিয়োজিত পরিশ্রম করে যাচ্ছেন প্রতিনিয়ত,আরো উপস্থিত ছিলেন কমিটির ২১ জন সদস্য সহযোগিতা করেছেন,এবং উদ্বোধনের সময় অতিথিবৃন্দ এবং নন্দা খালীর সাধারণ জনগণ ও উপস্থিত ছিলেন, বিগত তিন থেকে চার বছর ধরে আমাদের নন্দাখালী সাধারন জনগনের অপূর্ণতা ছিল,বর্ষাকাল আসলে কৃষি চাষ করা যেত এক বছরে আর কোন চাষ হতো না। তার কারণ আগে থেকেই উদ্যোগ নেওয়া হতো না তাই এই বছরে আগে থেকে উদ্যোগ নিয়েছেন নন্দা খালীর গোদা কমিটির সদস্যদেরকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার জন সাধারণ যারা এত কষ্ট করে উদ্যোগ নিয়েছেন।এবং এতদিন পর নন্দা খালী মানুষের জন্য ভালো কিছু করার উদ্যোগ নেওয়ার জন্য।