প্রকাশিত: 21/11/2020
ফ্রান্সে হযরত মুহাম্মদ (সা:) -এর অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করছে হেফাজতে ইসলাম সিলেট। সমাবেশে ব্যাপক লোকের সমাগম হয়। সমাবেশটি শনিবার বেলা তিনটায় নগরের রেজিস্ট্রি মাঠে শুরু হয়।
হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সমাবেশ শুরুর অনেক আগেই সমাবেশস্থলে আসতে শুরু করেন। জোহরের নামাজের পর নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে।
সমাবেশ শুরু হওয়ার আগেই রেজিস্ট্রি মাঠ পরিপূর্ণ হয়ে যায়। পরে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা রেজিস্ট্রি মাঠের সামনের রাস্তায় অবস্থান নেন। তাদের অবস্থানের ফলে, রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে শহরের অন্যান্য রাস্তাগুলির উপর প্রচন্ড চাপ বাড়ায় দীর্ঘ জানজটের সৃষ্টি হয়।
এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত আমির আল্লামা জুনায়েদ বাবু নাগরী ও সেক্রেটারি জেনারেল আল্লামা নূর হোসেন কাসেমী সমাবেশে যোগ দিতে দুপুরে সিলেটে পৌঁছেছেন।
এ ছাড়া বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা, কেন্দ্রীয় নয়েব আমির মাওলানা নুরুল ইসলাম জিহাদিসহ অন্যান্য বক্তারা।
সমাবেশকে ঘিরে সিলেট মহানগর পুলিশ কঠোর নিরাপত্তা বলয় সৃষ্টি করে। পোষাকধারী পুলিশ ছাড়াও বিপুল সংখ্যক সাদা পোশাক পরিহিত পুলিশ সদস্যরা সমাবেশ ও এর আশেপাশে নিরাপত্তা নিয়ে কাজ করেন।