বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ১৩ লাখ ৮৫ হাজার ছাড়াল

প্রকাশিত: 22/11/2020

নিজস্ব প্রতিবেদন :

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ১৩ লাখ ৮৫ হাজার ছাড়াল

বৈশ্বিক মহামারী প্রাণঘাতি করোনা ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা এরই মধ্যে ১৩ লাখ ৮৫ হাজার ছাড়াল। 

করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, আজ রোববার সকাল পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ১৮২ জন। 

এছাড়া একই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ লাখ ৮৬ হাজার। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪৬ লাখ ৫ হাজার ৬৭১ জন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে সর্বপ্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। করোনা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউ এইচ ও)।

আরও পড়ুন

×