প্রকাশিত: 22/11/2020
করোনাভাইরাস দ্বারা পুরো পৃথিবী বিধ্বস্ত। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। যদিও এখনও করোনার কার্যকর কোন ভ্যাকসিন শনাক্ত করা যায়নি, তবে বিশ্ব এসব নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। এদিকে, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ২৪ লাখ। ক্যালিফোর্নিয়া রাজ্যে সংক্রমণ বৃদ্ধির কারণে শনিবার থেকে রাতে কারফিউ জারি করা হয়েছে।
রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে। এছাড়াও, রাজ্যের ৫৮টি কাউন্টির মধ্যে ৪১টিতে নাগরিকদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গত সপ্তাহে, রাজ্যে ১০ লাখেরও বেশি মানুষ করোনার শনাক্ত হয়। আগামী ২৬ নভেম্বর থ্যাঙ্কসগিভিং দিবসে নাগরিকদের ভ্রমণ সীমাবদ্ধ করার আহ্বান জানিয়েছেন।বর্তমানে ইউরোপসহ বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বেড়েই চলছে।