বাইডেনকে দুই সপ্তাহ পর অভিনন্দন না জানানোর ব্যাখ্যা দিলেন পুতিন

বাইডেনকে দুই সপ্তাহ পর অভিনন্দন না জানানোর ব্যাখ্যা দিলেন পুতিন

বাইডেন নির্বাচনে জয়ের দু'সপ্তাহ পরেও বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র রাশিয়া নির্বাচনে নীরব ভূমিকা পালন করছে। এবার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে অভিনন্দন না জানানোর কারণ জানিয়েছেন।

রোববার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, "আমি তার সঙ্গেই কাজ করতে চাই যার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজন নির্ভর করে কাজ করে।" তবে প্রতিপক্ষ যখন অন্যের জয়কে মেনে নেয়, আমরা তখন তাকে বিজয় বলি। বাইডেনকে অভিনন্দন শুধুই আনুষ্ঠানিকতা, এর পিছনে অন্য কোনও "সুপ্ত" উদ্দেশ্য নেই। নিউজ ব্লুমবার্গ এবং দ্য সান

নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ক্ষমতায় আসার ফলে রাশিয়া-মার্কিন সম্পর্কের ক্ষতি হবে কিনা? এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, ক্ষতি আর কি হবে?  ইতিমধ্যে দু'দেশের সম্পর্কের যথেষ্ট অবনতি ঘটেছে। রাশিয়া বিশ্বাস করে যে জো বাইডেনের জয়ে রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা আরও বাড়বে বৈকি কমবেনা।

আরও পড়ুন

×