মুজিববর্ষ উদযাপনের জন্য সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে আমন্ত্রণ

মুজিববর্ষ উদযাপনের জন্য সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে আমন্ত্রণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকীতে সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুলাইহান রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মাতে পরিদর্শনকালে পররাষ্ট্রমন্ত্রী সৌদির যুবরাজকে এ আমন্ত্রণ জানান। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে মার্চ মাসে সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠকে সৈৗদির রাষ্ট্রদূত সৌদির সরকার ও বেসরকারী সংস্থাগুলোর বাংলাদেশে জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

একই সাথে, রাষ্ট্রদূত সাম্প্রতিক অতীতে বাংলাদেশের সাথে চুক্তি ও সমঝোতা স্মারকের দ্রুত বাস্তবায়নে সহযোগিতা চান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বাংলাদেশী প্রবাসীদের প্রত্যাবাসনে সৌদি সরকারের সহায়তায় সন্তুষ্টি প্রকাশ করেন।

আরও পড়ুন

×